Pet Paradise Cover Image
Pet Paradise Profile Picture
172 Members
25 w - Translate

আমাদের কোম্পানিতে আর্জেন্ট ৫০ জন লোক লাগবে,যে কোন পেশার লোক হলে চলবে তবে পরিশ্রমী ও অনলাইনে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন দশ থেকে পনেরো হাজার টাকা। কাজ আমরা শিখিয়ে দিব,কাজ খুব সহজ, যারা কম পক্ষে তিন দিন মাত্র দুই ঘণ্টা সময় রাত নয়টা থেকে দশটা পর্যন্ত এবং সম্ভব হলে সকাল সাত টা থেকে আট টা পর্যন্ত জুমে লাইভে অংশগ্রহণ করতে পারবেন তাঁরাই নক করবেন।
বিশ্বাস না হলে দূরে থাকুন।
আগ্রহী হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন প্লিজ।
+8801821187106

41 w - Translate

এটা প্রাণী গ্ৰুপ দয়া করে প্রাণী সম্পর্কিত পোস্ট করবেন। অন্যান্য পোস্ট ডিলেট করে দেওয়া হবে।

41 w - Translate

আমার বিড়ালগুলো যদি কথা বলতে পারতো তাহলে বলতো, "আম্মু কোলে নেও অনেক ঘুম পাইছে। তারপর কোলে উঠে বলতো, তুমি এতোক্ষণ কোথায় ছিলে আমরা তোমাকে কতো মিস করেছি। তুমি জানো না তোমার কোল ছাড়া আমরা শান্তিতে ঘুমাতে পারি না। তোমার কোলে অনেক শান্তি🥰। তারপর আমার গালে হাত দিয়ে বলতো, সবার এতো কথা শুনেও, আমারদের এতো কামড়, খামচি, আচড় খেয়েও আমাদের প্রতি ভালোবাসা না কমানোর জন্য ধন্যবাদ তোমাকে। অনেক ভালোবাসি তোমাকে আম্মু🥰"
আজকে খাবার খাওয়ার পর কুকু আমার কোলে উঠার জন্য ডাকছিলো। কোলে নেওয়ার পর দেখি তার চোখে পানি। বারবার কি হয়েছে জিজ্ঞেস করছিলাম সে আমার দিকে তাকিয়ে ছিলো। ও যদি আজকে কথা বলতে পারতো তাহলে হয়তো এই কথাগুলোই বলতো। আসলে বিড়াল কথা বলতে না পারলেও চোখ দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেয়। আর সেই ভাষা বোঝার জন্য তাদের মা/বাবা হয়ে উঠতে হয়🥰