কল চাপলেই পানি আসে। আমাদের তৃষ্ণা নিবারণ করে, জীবন বাঁচায়। নদী সমুদ্রের শান্ত ঢেউয়ে সওয়ার হয়ে দেশ বিদেশ পাড়ি দেওয়া যায়। আর এই শান্ত জল উত্তাল হওয়ার কথা মনে হলেই সুনামির কথা মনে করিয়ে দেয়।
আমরা তো বাতাস দেখি না, কিন্তু অনুভব করি তার প্রেমময় পরশ। এই বাতাসের ভালোবাসা ছাড়া কে কত সময় থাকতে পারে? এই বাতাসে ভর করে চলছে বিশ্ব শাসনের মহড়া। এই বাতাসে ভর দিয়ে মুহূর্তেই যাওয়া যায় দূর থেকে বহূ দূর। সামান্য বৈরি হলে সেই বাতাস কী ঘটাতে পারে কম বেশি সকলেই জানি। জনপদের পর জনপদ মাটির সাথে মিশিয়ে দিতে বা পুড়িয়ে ছাই করে দিতে বাতাসের খুব বেশি শক্তি দেখানো লাগে না।
নীরব নিশ্চুপ সহনশীল মানুষকেও ভালোবেসে বহু আঘাত দেওয়া যায়। প্রিয়জনের আঘাত পীপাশায় ক্লান্ত হয়, তারা আঘাত পেতেই বাঁচতে চায়। তবে এই নীরব নিশ্চুপ সয়ে যাওয়া মানুষের প্রতিরোধ বা প্রতিশোধের ক্ষমতা ঐ উত্তাল জল বা বৈরি হাওয়ার চেয়ে কম নয়। তাদের হৃদয়ের জলন্ত বারুদ প্রেম দিয়ে শীতল করে রাখে যুগ যুগ। প্রেমের এই আগুন ব্যবহার করতে জানতে হয়।
জল ও হাওয়ার প্রতিবাদি প্রভাব পূর্বানুমান করা গেলেও মানুষের প্রকৃতি সম্পর্কে কিছুই ধারণা করা যায় না। শুধু আঘাতের ক্ষত রয়ে যায় স্মরণীয় হয়ে।
S Arafin Ahmed
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
ZM Mehdi Hassan
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?