ক্ষমা করো পৃথিবী
আমি তাকে ঘৃনা করতে পারিনি
তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি
যার হাতের পাচঁটি আঙুল আমার নির্ভরতা, যার বুকের পাজরে লেগে থাকা গামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়,যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যায় বারংবার, যার ভালোবাসার আহ্বানে সবকিছু তুচ্ছ করে ছুটে যায়, যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যাই
তার কষ্ট আমি কিভাবে সইবো😅😅
আমিরের পদ্মবতী,
তুমি কি পারতে না তোমার প্রিয় স্বামীকে বাঁচিতে রাখতে? কেনো রাখলে না? তবে কি ধরে নিবো, "ভালোবাসার মতোই নারীর ঘৃণাও অতি ভয়ংকর, নারী সহজে কাউকে ঘৃণা করে না, কিন্তু একবার কাউকে ঘৃণা করা শুরু করলে সেখান থেকে নারীকে ফেরানোর সাধ্য কারো নেই!" বিশ্বের সমগ্র নারীর হয়ে তুমি একাই তা প্রমাণ করে দিলে আমিরের পদ্মবতী?
তুমি নারী, তুমি মায়াবতী
তুমি রূপবতী,তুমি গুনবতী,
তুমি তোমার স্বামীর প্রিয় পদ্মবতী।
তুমি ভালোবাসা, তুমি মায়া,
তুমি আদর্শ ,তুমি অগ্নি,
তুমি তোমার স্বামীর খুনি।
"ভালোবাসার মতোই
নারীর ঘৃণাও অতি ভয়ংকর "
Love you All