°»আড্ডা«°
মো:রিপন আকন্দ
--------------
বুড়ি-গাছতলার আড্ডা
জমে বেশ ভালো,
রাব্বির সব কথা কেন
হয়ে যায় কালো?
*****
মিন্টুতো মাতবর কাউকে
সে মানেনা,
নিজেকেই প্রাধান্য দেয়
ধার কারো ধারেনা।
*****
সাগরের কথাগুলো
হয় শুধু ভুল,
জাকিরকে দাম কেউ
দেয়না এক চুল।
*****
শাকিল হলো ভদ্র ছেলে
মুখোশেতে ঢাকা,
জরিফুলের সব কথাতে
সবার মুখ হয় বাঁকা।
*****
বিপ্লব হলো সবচেয়ে
দুষ্ট-মিষ্টি ছেলে,
শাকিল বাবু তার সাথে
সঙ্গ দিয়ে চলে।
*****
সৌরভ হলো ফিটফাট
কথা বলে কম,
ছেলে-পেলে সবার চোখে
জিলপু হলো জম।
*****
একটা আছে কৃপণ ছেলে
মমিন তার নাম,
হালিম হলো হাবাগোবা
দেয়না কেউ দাম।
*****
রাসেল হলো চাকুরিজীবি,
যায়না তারে দেখা,
প্রেমে পড়ে এই ছেলেরাই
খাচ্ছে শুধু ছ্যাকা।
*****
ভুল হলে ক্ষমা করো
আমার এ ক্ষুদ্র লেখা,
বুড়ি গাছতলার আড্ডা
যাবে কি এভাবেই দেখা?
প্রেম-ভালোবাসা ও কামনা
মো.রিপন আকন্দ
_________
সাম্প্রতিক ভালোবাসায়
প্রেম থাকে কত খানি?
প্রেম মানে কি আমরা শুধু
কামনা'কেই জানি?
<<<>>>
ভালোবাসা মুখে প্রকাশে
যদি প্রেম হয়
তবে অল্পতেই কেন আজ
ব্রেকআপ হয়?
<<<>>>
হা: হা: হা: হাসি পায়
এই কি প্রেমের ঢং
একটু দন্দেই ভেঙ্গে যায়
পাল্টে যায় রং।
<<<>>>
প্রেমের মানে এই যদি হয়,
চলো আজ দেখা করি
তুমি আমি করবো মজা
বিয়েতো অনেক দেরি
<<<>>>
দুষ্ট মনের এই প্রেম আজ
ঘটছে শত শত
প্রেমের নামে এই অশ্লীলতা আর
দেখতে হবে কত?
সবাই ভালো থাকুক তাদের মতো।
আমি নিজের মতো থাকতে চাই।
পাশে কেউ না থাকলে নাই।
Jahidul Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Md Himel
Delete Comment
Are you sure that you want to delete this comment ?