নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বিশ্বখ্যাত Bangladesi কোম্পানি GlICL (Gurdian ) এ জরুরী ভিত্তিতে স্থায়ী ও অস্থায়ী পদে কিছু সংখ্যক স্মার্ট পুরুষ এবং মহিলা নিয়োগ দেওয়া হবে।
আত্মবিশ্বাসী ও অপরাজেয় মানুষের খোঁজে Gurdian শুরু করেছে Unit Manager/ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট প্রোগ্রাম। প্রতিযোগিতার এই যুগে স্বাধীনভাবে কাজ করে সফল ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ নিয়ে আপনার পাশে আছে Gurdian কারণ আমরা বিশ্বাস করি, জীবনের পথটা একা নয়, চলতে হয় একসাথে।
আর্থিক সচ্ছলতা অর্জনের পাশাপাশি এখানে আপনি আরও পাচ্ছেন নিজের স্বপ্ন পূরনের সুযোগ। দ্রুত সাফল্যের সম্ভাবনা ও সেরাদের কাছ থেকে শেখার সুযোগ দিচ্ছে । Gurdian তাই নিজের ব্যবসা শুরু ও নিজের সুবিধামত কাজ করার জন্য Gurdian অন্যতম সেরা প্লাটফর্ম।
নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে, অনেকের মত আপনিও ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগ দিন ( square Apex Barac Owner of Guardian )। জীবনের পথে, চলি একসাথে।
★পদের নামঃ unit manager/ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট
★শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান
★বয়সঃ ন্যূনতম 20-40 বছর
★শর্তঃ মার্কেটিং এ কাজ করার অভিজ্ঞদের আধিকার
★বেতনঃ আলোচনা সাপেক্ষে
★★★অন্যান্য সুযোগ-সুবিধাঃ
★মান্থলি ও কোয়ার্টারলি বোনাস
★চিকিৎসা ভাতা
★প্রভিডেন্ট ফান্ড
★দ্রুত প্রমোশন
★দেশে বিদেশে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ
★গাড়ি ও বাড়ির লোন সুবিধা
★ব্যাংকের ক্রেডিট কার্ড সুবিধা ইত্যাদি
ডেট লাইনঃ25 May 2024 office Time ( 10-4pm)
যারা আবেদন করতে পারবেনঃ
ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী,ছাত্র,ব্যবসায়িক, ব্যাংকার।
★আপনার জবের পাশাপাশি পার্ট টাইম কাজ করার সুযোগ রয়েছে।
আবেদনের সাথে সংযুক্ত করতে হবেঃ
১। শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি ।
২। জাতীয়তা পরিচয় পত্রের ফটোকপি।
৩। সদ্য তোলা ৪(চার)কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪। ব্যাংকের চেকের পাতার ফটোকপি।
★আগ্রহী প্রার্থীগণ উপরোক্ত কাগজপত্র নিন্মে ঠিকানায় পাঠিয়ে দেন :-mdmahidulislam254@gmail.com Badda office
swagatom sarkar
Delete Comment
Are you sure that you want to delete this comment ?