ক্রিপ্টো (ডিজিটাল কারেন্সি)
অর্থনৈতিক বিশ্বে ক্রিপ্টো জগতে মার্কেট ক্যাপিটাল হচ্ছে 2 ট্রিলিয়ন ডলার। ১০০০ বিলিয়ন = ১ ট্রিলিয়ন। তার মানে ২ হাজার বিলিয়ন ডলারের মার্কেট এটি। বাংলাদেশের বর্তমান রিজার্ভ ২৫ বিলিয়ন ডলারের মতো। সে হিসেবে বাংলাদেশের মতো ৮০ টি দেশের রিজার্ভ এখন ক্রিপ্টো মার্কেটে আছে।
রাশিয়াকে যখন একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেয়া হচ্ছিল- তখন বৈদেশিক ব্যাংকে জমানো টাকাগুলো তারা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে সেভ করেছিল। বহুদেশে ক্রিপ্টো এখন বৈধ ও বেচাকেনার মাধ্যম। অনেক দেশ এখনো এটিকে মানিয়ে নিচ্ছে আর নিতে চাচ্ছে।
চাকুরী করার পাশাপাশি কেউ যদি পরোক্ষ আয়ের উৎস বানাতে চায় তাহলে ক্রিপ্টো বেস্ট চয়েজ। তবে সতর্ক- অনলাইনে প্রচুর ফ্রড হয়। অনলাইন সম্পর্কে ধারণা নেয়া আগে প্রয়োজন।
পাই (pi) একদিন ক্রিপ্টো জগতকে নিয়ন্ত্রণ করবে- এমন ধারণা বিশেষজ্ঞদের মতে। এর পর নানা ওয়েভ3 কয়েন আসছে বাজারে। যাদের নিজস্ব ব্লকচেইন ও উপযোগিতা ভালো থাকবে সে মার্কেটে মূল্য পাবে। এক সময় পাই এর ব্যবহার এতোটা ব্যাপক হবে যে - এক পাই মানে অনেক মূল্য।
ব্লকচেইন টেকনোলজি নষ্ট হয়ে যায় না। এই ব্লকগুলো ইন্টারনেট জগতে অমর হয়ে টিকে থাকে। মূল্যহারা হলেও এদের উপস্থিতি থাকবে শতবর্ষ অবধি।
বিটকয়েনের জনক সাতোশি নাকামোতোকে কেউ আর চিনতে না পারলেও বিটকয়েন পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলছে। আড়ালের সাতোশি নাকামোতো ও অমর হয়ে ইতিহাসে রচিত হয়ে থাকলেন। তাই ব্লকচেইন এতোটা গুরুত্বপূর্ণ। এই ডিজিটাল কারেন্সি সর্ব সাধারণের জন্য উন্মুক্ত।
পাই একাউন্ট খোলার লিংকঃ
I am sending you 1π! Pi is a new digital currency developed by Stanford PhDs, with over 47 million members worldwide. To claim your Pi, follow this link Pi is a new digital currency developed by Stanford PhDs, with over 47 million members worldwide. To claim your Pi, follow this link https://minepi.com/Emran0191 and use my username (Emran0191) as your invitation code. and use my username (Devapriyo94) as your invitation code.