কতটুক বাচবেন!
- ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+!
এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড!
খুব বেশি সময় নিয়ে আসেননিতো!
টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে!
টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন!
একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না!
আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো!
এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই!?
ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন!
সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন!
নদীর ঢেউ অনুভব করুন!
ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন!
প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন!
স্রষ্টাকে স্মরণ করুন!
পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন!
নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন!
চমৎকার একটা কথা আছে জানেনতো?
- Don't count the days, make the days count!! ^_^
হ্যাপ্পি লাইফিং.....
একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি।
আসুন আমারা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তা কে রাজি ও খুশি করি, হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে।
#dewanfoodsbd #food #sale #viralpost2024 #follower
#share
স্বামীঃ মার্কেট যাচ্ছি।
স্ত্রীঃ ওগো, মার্কেট থেকে আমার জন্য কী আনবে?
স্বামীঃ আনবো কিছু একটা।
স্ত্রীঃ বলো সেটা কী???
স্বামীঃ কী চাও তুমি বলো....????
স্ত্রী তখন রসিকতা করে বললো
স্ত্রীঃ চাই তো অনেক কিছুই। সম্ভব হলেতো বলতাম পৃথিবীর সবকিছু নিয়ে এসো।
👇
কিন্তু সেটাতো সম্ভব না।
তখন লোকটা রেগে গম্ভীর হয়ে গেলো।
বউয়ের কথাগুলো তার গায়ে
যেনো লেগে গেছে।
স্বামীঃ আচ্ছা ঠিক আছে। আজ আমি
তোমার জন্য পৃথিবীর সবকিছু নিয়ে আসবো।
হেসে উঠলো স্ত্রী আর বললো....!!!!
স্ত্রীঃ তুমি তো দেখছি পাগল হয়ে গেছো।
পৃথিবীর সবকিছু তুমি আমার
জন্য নিয়ে আসবে কেমন করে.....????
সেই ক্ষমতা তোমার আছে নাকি??
অশিক্ষিত গ্রাম্য হলেও স্বামী
বেচারা স্ত্রীর কথায় তার আঘাত লাগলো।
👇
👇
কিছু সময়ের জন্য হিতাহিত জ্ঞান
হারিয়ে ফেলে বললো....!!!!
স্বামীঃ আজ আমি অবশ্যই তোমার জন্য
পৃথিবীর সবকিছু নিয়ে আসবো।
যদি না পারি, তাহলে তুমি তালাক হয়ে যাবে।
বলেই বেরিয়ে গেলো ঘর থেকে।
ঘন্টা দুয়েক পর, মাথা থেকে যখন
আবেগের ভুত নেমেছে, পড়লো মহা দুর্ভাবনায়।
পৃথিবীর সবকিছু তো সে
জীবনেও কিনে ফেলতে পারবে না
আবার বউকে শর্তসাপেক্ষে তালাকও
বলে এসেছে.....!!!!!
এখন উপায় কী.....?????
বেশকিছু আলেমের সাথে দেখা করলো সে।
সমস্যার সমাধান চাইলো।
সকল আলেমই তাকে জানালেন বউকে আর
ধরে রাখার কোন উপায় নেই।
👇
👇
পৃথিবীর সবকিছু বউকে নিয়ে দেয়া
যেহেতু সম্ভব না।
লোকটি মাথার চুল টানতে টানতে দিশেহারা
হয়ে ঘুরতে লাগলো।
-একলোক তার কাহিনি শুনে বললো
নারে ভাই, আমিও তোমার কোন উপায়
দেখতে পাচ্ছিনা......!!!!
তবে আমি তোমাকে একটি বুদ্ধি দিচ্ছি।
জানি তাতেও লাভ হবে না।
চেষ্টা করে দেখতে পারো তুমি একজন মুফতির
কাছে যেতে পারো।
শুনেছি তিনি মস্তবড় আলেম।
কিছু হলেও হতে পারে।
লোকটি চলে গেলো সেই আলেমের কাছে।
বিস্তারিত শুনার পর আলেম বললেন........!!!!
এতো বড় কথা বলার দরকার
কী ছিলো.......????
স্বামীঃ ভুল হয়ে গেছে হুজুর।
মস্তবড় ভুল হয়ে গেছে।
রাগের মাথায় আবেগের বশে কী বলতে কী বলে
ফেলেছি বুঝতেই পারিনি।
আর কখনো এমন হবে না।
আপনি আমাকে এবারের মতো বাঁচিয়ে দিন।
👇
👇
মুক্তির উপায় বলে দিন।
আমি আল্লাহর ভয় করি,
আবার আমার স্ত্রীকেও ছাড়তে চাইনা।
আমি আমার স্ত্রীকে বড় বেশি ভালোবাসি.....!!!!
সেই আলেমের চেহারায় তখন হাসি
ফুটে উঠলো....!!!!
তিনি বললেন, আর কখনো এমন হবে না তো??
স্বামীঃ জ্বি না হুজুর।
জীবনে এমন কথা ভুলেও উচ্চারণ করব না।
আলেমঃ মনে থাকে যেন।
এখন যাও, কোন লাইব্রেরি থেকে একখানা
কুরআন নিয়ে তোমার স্ত্রীর হাতে ধরিয়ে দাও।
👇
👇
এতবড় জটিল সমস্যার এই সহজ সমাধান পেয়ে
লোকটি অবিশ্বাস্য চোখে তাকাতে লাগলো
আলেমের দিকে।
ব্যাপারটি লক্ষ করে তিনি বললেন তুমি নিশ্চিন্তে এটা করতে পারো।
আমি দায়িত্ব নিয়েই বলছি।
তুমি তোমার স্ত্রীকে বলেছিলে না পৃথিবীর সবকিছু
তাকে দিয়ে দিতে না পারলে
তার উপর তালাক হয়ে যাবে.....?????
পবিত্র কুরআন হচ্ছে এমন এক কিতাব যার
ভিতরে পৃথিবীর সবকিছু আছে।
💎মাশাআল্লাহ
👇
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার
তৌফিক দান করুন 🤲🤲©