আল কুরআন: আল বাকারা/২:২৫৫
---
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
অনুবাদ:
---
আল্লাহ্, তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাঁহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাঁহারই। কে সে, যে তাঁহার অনুমতি ব্যতীত তাঁহার নিকট সুপারিশ করিবে? তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত। যাহা তিনি ইচ্ছা করেন তদ্ব্যতীত তাঁহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না। তাঁহার ‘কুরসী’ আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত; ইহাদের রক্ষণাবেক্ষণ তাঁহাকে ক্লান্ত করে না; আর তিনি মহান, শ্রেষ্ঠ।
-- Islamic Foundation, Bangladesh
---
Daily Islam Android App: https://android.dailyislam.org
اَللّٰهُ أَكْبَرُاَللّٰهُ أَكْبَرُ
اَللّٰهُ أَكْبَرُاَللّٰهُ أَكْبَرُ
أَشْهَدُ أَنْ لَّاۤ اِلٰهَ إِلَّا اللّٰهُ
أَشْهَدُ أَنْ لَّاۤ اِلٰهَ إِلَّا اللّٰهُ
أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللّٰهِ
أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللّٰهِ
حَيَّ عَلَي الصَّلَاة ِحَيَّ عَلَي الصَّلَاة ِ
حَيَّ عَلَي الْفَلَاحِ حَيَّ عَلَي الْفَلَاحِ
اَلصَّلَاةُ خَيْرٌ مِّنَ النَّوْمِ
اَلصَّلَاةُ خَيْرٌ مِّنَ النَّوْمِ
اَللّٰهُ أَكْبَرُاَللّٰهُ أَكْبَرُ
لَاۤ اِلٰهَ إِلَّا اللّٰهُ