দিন চলে যায়, সময় হারায়
বয়সটা যায় বেড়ে।
ছেলেবেলার 'অ-এ অজগর'
আসবে না আর তেড়ে।
শৈশবেরই স্মৃতি হাজার
কাঁদায় মনের পাড়া।
ছড়াগুলোও সুর করে আর
হয় না কভু পড়া।
মা-ও এখন জড়ায় না আর
স্নেহের দুটি হাতে।
আগের মতো পাড়ায় না ঘুম
চাঁদ জোছনার রাতে।
এখন তো আর দেয় না বকা
ফিরলে দেরি করে।
মায়ের খোকা ঘুমিয়ে গেছে
হারানো রোদ্দুরে।
--- সুদীপ তন্তুবায় নীল ✍