আমরা সকলে জানি ফেইসবুক একক ভাবে পুরা দুনিয়া রাজত্ব চালাচ্ছে। আমরা কি পারিনা fg বাংলাদেশ নিয়ে রাজত্ব করতে। আপনারা সবাই পরামর্শ দেন কমেন্টে কি করলে আমরা আগাতে পারবো।
মিডিয়া যেভাবে বুথ ফেরত সমীক্ষা করেছে সেভাবে যদি দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা, স্কুল-কলেজ, কর্মসংস্থান, হাসপাতাল নিয়েও করতো?তাহলে দেশের উন্নতি অনেক বেশি হতো।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিঊন ব্রাম্মনবাজার, উত্তর হিংগাজি নিবাসী আমার চাচা চেরাগ উল্লাহ (১০৫) আজ রাত ১১ টা ১৫ মিনিটের সময় ইন্তেকাল হইয়াছেন। মরহুমের নামাজের জানাযা পরবর্তী সময় জানানো হবে।